সীতাকুণ্ডে বিষ দিয়ে দুটি গাভী হত্যা

দৈনিক আজাদী সীতাকুণ্ড প্রকাশিত: ১৬ আগস্ট ২০২০, ০৫:৫৫

.tdi_2_668.td-a-rec-img{text-align:left}.tdi_2_668.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});সীতাকুণ্ডে বিষ খাইয়ে দুটি গর্ভবতী গাভীকে হত্যা করা হয়েছে। গত শুক্রবার রাতে পৌরসভার নুনাছড়া গ্রামের জহুরুল আলমের বাড়িতে এ ঘটনা ঘটে। এদিকে দীর্ঘদিন লালন পালন করা গাভী দুটি হারিয়ে শোকে ভেঙে পড়েছেন মালিক কমলা বেগম। জানা গেছে, সন্ধ্যা ৭টার দিকে বিষক্রিয়ায় একটা গাভী মারা যায়। তার দুই মিনিট পরেই মারা যায় অপরটি। কমলা বেগম জানান, প্রায় পাঁচ বছর ধরে গাভীগুলো তার নিত্যসঙ্গী। সকাল থেকে রাত পর্যন্ত তাদের যত্নে সময় কাটতো তার। তিনি আরো জানান, দুটি গাভীরই চলতি মাসের শেষ দিকে বাচ্চা প্রসবের তারিখ ছিল। এর আগে গত বছর গাভী দুটি ঘর থেকে চুরি হয়। নিখোঁজের ১০ দিন পর পার্শ্ববর্তী মীরসরাই উপজেলার মিঠাছরা বাজার থেকে তাদের উদ্ধার করা হয়। কমলা বেগমের মেয়ে নাহিদ ফারজানা বলেন, আমার মা সন্তানের মতই গাভী দুটিকে ভালবাসতেন। কেউ কলা বা অন্য কোন খাদ্যের সাথে বিষ মিশিয়ে গাভীগুলোকে খেতে দিয়ে থাকতে পারে বলে তিনি ধারণা করেন।.tdi_3_f4f.td-a-rec-img{text-align:left}.tdi_3_f4f.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও