কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

মৌলভীবাজারে ২৪ ঘন্টায় করোনাক্রান্ত ৪ জনের মৃত্যু

মানবজমিন মৌলভীবাজার প্রকাশিত: ১৬ আগস্ট ২০২০, ০০:০০

মৌলভীবাজারে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে জেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আলম নুমানসহ ৪ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় বাসিন্দা ও মৃত্যুবরণকারীর পরিবার সূত্রে জানা যায় মৌলভীবাজার শহরের সুলতানপুর এলাকায় বসবাসকারী ও জেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক নুরুল আলম নুমান করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া নেমেছে। অপরদিকে শ্রীমঙ্গল শহরের সবুজবাগ এলাকার কাঞ্চন চক্রবর্তী শ্যামল ও দেবেশ দত্ত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। জ্বর, কাশি, শ্বাসকষ্টসহ অন্যান্য উপসর্গ তাদের শরীরে দেখা দিলে ওই ৩ ব্যক্তিকে সিলেট নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার রাতের বিভিন্ন সময়ে তারা মারা যান। এদিকে মৌলভীবাজার ২৫০ শয্যার সদর হাসপাতালের আইসোলেশনে ভর্তি অবস্থায় শুক্রবার বিকালে শিল্পী আক্তার নামে এক নারীর মৃত্যু হয়েছে। তার বাড়ি মৌলভীবাজার পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের বড়কাপন এলাকায়। বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন তাউহীদ আহমদ ও শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. সাজ্জাদুর রহমান। মৌলভীবাজার জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ১২০৬ জন। হোম কোয়ারেন্টিনে আছেন ৩১৫৩ জন ও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আছেন ১২ জন। সুস্থ হয়েছেন ৭২১ জন। করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন এ পর্যন্ত ২২ জন ও করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৫৪ জনের। প্রবাসী ও পর্যটন অধ্যুষিত এ জেলায় প্রতিনিয়ত বাড়ছে করোনা আক্রান্ত ও মৃতের পরিসংখ্যান। করোনা পরীক্ষার পিসিআর ল্যাব না থাকায় আগের মতোই ঢাকা ও সিলেটে প্রেরিত নমুনার রিপোর্ট আসছে বিলম্বে। এতে আক্রান্ত ব্যক্তি তার অজান্তেই সংক্রমিত করছেন অন্যদের। তাছাড়া রিপোর্টের ধীরগতির কারণে প্রতিদিনই জেলার ৭টি উপজেলা থেকে নমুনাও সংগৃহীত হচ্ছে কম। এ নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভের অন্ত নেই। তাদের জোর দাবি দ্রুত করোনা ল্যাব স্থাপনের।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও