
ধোনিকে নিয়ে শোয়েব আখতারের আবেগঘন স্ট্যাটাস
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন মহেন্দ্র সিং ধোনি। শনিবার সন্ধ্যায় নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম একাউন্টে অবসরের ঘোষণা দেন ভারতের সাবেক সফল এ অধিনায়ক।
ভারতকে দুটি বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি উপহার দেয়া ধোনির অবসরের পর টুইট করেছেন পাকিস্তানের সাবেক তারকা পেসার শোয়েব আখতার।
ক্রিকেট ইতিহাসের সবচেয়ে দ্রুত গতির পেসার শোয়েব আখতার তার অফিসিয়াল টুইটারে লেখেন,‘আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ধোনি। তাকে ছাড়া ক্রিকেটের গল্প কখনই সম্পূর্ণ হবে না। সে একজন কিংবদন্তি।’