"ভারতের কাছে জোড়া প্রতিবন্ধকতা করোনা আর সীমান্তে আগ্রাসন", চিনে বললেন এনভয়
চলতি বছরে জোড়া প্রতিবন্ধকতা ভারতের সামনে। কোভিড সংক্রমণ আর সীমান্তে আগ্রাসন। এভাবেই নাম না করে চিনকে, তাদের মাটিতে দাঁড়িয়েই দুষলেন রাষ্ট্রদূত বিক্রম মিশ্রি। বেজিংয়ে নিযুক্ত এই ভারতীয় আমলা সে দেশে বসবাসকারী প্রবাসী ভারতীয়দের একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। স্বাধীনতা দিবস উদযাপনে জাতীয় পতাকা উত্তোলন করেন তিনি। এর পরেই রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের ভাষণের সারাংশ পাঠ করেন।