![](https://media.priyo.com/img/500x/https://www.daily-bangladesh.com/media/imgAll/2020June/image-174770-1597465907-2008150851.jpg)
ভারতীয়দের প্রবেশে কড়াকড়ি আরোপ করলো নেপাল
নেপালে দ্রুত হারে করোনার সংক্রমণ বৃদ্ধির জন্য ভারতকেই দায়ী করছে দেশটি। যার কারণে এবার ভারতীয়দের প্রবেশে নতুন শর্ত আরোপ করলো কাঠমান্ডু। শুক্রবার নেপালের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতীয়রা নেপালে প্রবেশ করতে চাইলে এখন থেকে ‘পরিচয়পত্র’ দেখাতে হবে।