বাম্পার ফলন হলেও, মুখে হাসি নেই বান্দরবানের আনারস চাষীদের। করোনার ধাক্কায় ভেঙে গেছে তাদের স্বপ্ন। ভরা মৌসুমেও নেই বেচাকেনা। দুরদুরান্ত থেকে আসছেন না ব্যবসায়ীরা। উৎপাদিত আনারস নষ্ট হচ্ছে বাগানেই। অল্প কিছু বিক্রি হলেও পাচ্ছেন না ন্যায্যমূল্য।