সাফল্যের মাঝেও উচ্চশিক্ষা অনিশ্চিত যমজ তিন ভাইয়ের

কালের কণ্ঠ ধুনট প্রকাশিত: ১৫ আগস্ট ২০২০, ১০:২৯

পৃথিবীতে এসেছে একসঙ্গে, বেড়ে ওঠাও একসঙ্গে। পড়াশোনাও একসঙ্গে। মেধায়ও তিনজন শেয়ানে শেয়ানে। চেহারায় তিনজনের যেমন মিল, তেমনি শৈশব থেকে সব শ্রেণিতে সাফল্যেও রয়েছে অন্যরকম এক মিল। তারা হলো বগুড়ার ধুনট উপজেলার বথুয়াবাড়ি গ্রামের গোলাম মোস্তফা ও আরজিনা বেগম দম্পতির যমজ তিন সন্তান শাফিউল হাসান, মাফিউল হাসান ও রাফিউল হাসান।  এবছর এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে একসঙ্গে বেড়ে ওঠা যমজ এই তিন ভাই। লেখাপড়া শেষ করে ভবিষ্যতে তারা মানুষের কল্যাণে আত্মনিয়োগ করতে চায়। কিন্তু সেই স্বপ্নে একমাত্র বাধা হয়ে দাঁড়িয়েছে আগামী দিনের পড়াশোনার খরচ। তাই বর্তমানে সাফল্যে এলেও ভবিষ্যতের স্বপ্ন পুরণে তাদের শঙ্কা কাটছে না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও