You have reached your daily news limit

Please log in to continue


প্রত্যয়ী মেধার অনুসন্ধানে সিপিডিএল পরিবারের ট্যালেন্ট হান্ট কার্যক্রম শুরু

.tdi_2_441.td-a-rec-img{text-align:left}.tdi_2_441.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});আগামী দিনের সম্ভাবনাময় উদ্যমী প্রতিভাদের খোঁজে চট্টগ্রামের স্বনামধন্য আবাসন নির্মাণ প্রতিষ্ঠান সিপিডিএল জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম জয়েন টু গো বিয়ন্ড বর্ডার শিরোনামে সিপিডিএল ট্যালেন্ট হান্টের আয়োজন করেছে। গতকাল শুক্রবার জামালখানস্থ সিপিডিএলের কর্পোরেট অফিসে অবস্থিত সিপিডিএল রিসোর্স সেন্টারে ট্যালেন্ট হান্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সিপিডিএলের ডিরেক্টর রেজাউল করিম, চিফ ইঞ্জিনিয়ার তৈয়বুল আলম, চিফ বিজনেস অফিসার জিয়াউল হক খান, চিফ ফাইন্যান্স অফিসার এম এ কাশেমসহ প্রতিষ্ঠানের বিভাগীয় প্রধান ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সিপিডিএলের ডিরেক্টর রেজাউল করিম তাঁর বক্তব্যে প্রযুক্তিগত অগ্রগতিকে কাজে লাগিয়ে ডিজিটাল রিক্রুটমেন্টের উদ্দেশ্যে সোশ্যাল নেটওয়ার্কিং প্লাটফর্মকে যথাযথ ব্যবহারের জন্য ইভেন্টের সাথে সংশ্লিষ্ট সকলের প্রশংসা করেন। লোগো উন্মোচনের মাধ্যমে সিপিডিএল ট্যালেন্ট হান্টের কার্যক্রমের সূচনা করা হয়। বিস্তারিত তথ্যের জন্য আগ্রহীরা চোখ রাখতে পারেন সিপিডিএলের পেজে অথবা ভিজিট করতে পারেন : https://happycpdl.com/careerportal/careerporta । প্রেস বিজ্ঞপ্তি।.tdi_3_d3b.td-a-rec-img{text-align:left}.tdi_3_d3b.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন