মধ্যরাতের ফরমান! স্বাধীনতা দিবসের আগে ছাঁটাই ৪৮ এয়ার ইন্ডিয়া পাইলট
সংক্রমণ এড়াতে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূলের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২১ জুলাইয়ের শহিদ স্মরণ অনুষ্ঠানও ভার্চুয়াল ভাবে পরিচালনা করেছেন এ বার। কিন্তু তাঁর মন্ত্রিসভার সদস্য তথা রাজ্যের ক্রেতা সুরক্ষামন্ত্রী সাধন পাণ্ডে যেন এ ক্ষেত্রে ‘ব্যতিক্রমী’।
জন্মাষ্টমীতে গোপাল পুজোর আয়োজনের পরে শুক্রবার তিনি ঘটা করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে কৃতীদের উৎসাহ-উপহার দেওয়ার অনুষ্ঠান করলেন। এ দিন কাঁকুড়গাছির রামকৃষ্ণ সমাধি রোডে হওয়া ওই অনুষ্ঠান ঘিরে তাই বিতর্ক তৈরি হয়েছে। লাফিয়ে লাফিয়ে করোনা আক্রান্তের সংখ্যা বাড়াই শুধু নয়, ওই এলাকায় করোনায় মৃত্যুও হয়েছে। এলাকাটি কলকাতা পুরসভার ৩১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় পুর কোঅর্ডিনেটর সুনন্দা গুহও। স্থানীয় বিধায়ক সাধনবাবুই।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.