জন্মনিয়ন্ত্রণ পিলের ৬০ বছর, নারীর শারীরিক নিয়ন্ত্রণে মাইলফলক
আজ থেকে ঠিক ৬০ বছর আগে নারী যৌনতায় বিপ্লব ঘটাতে জন্মনিয়ন্ত্রণ পিলের উদ্ভব৷ নারীর শারীরিক আত্মনিয়ন্ত্রণের ক্ষেত্রে এ এক মাইলফলক৷ ১৯৬০ সালের ১৮ আগস্ট মার্কিন কম্পানি সার্ল অ্যান্ড কো. প্রথম যুক্তরাষ্ট্রে হরমোন গর্ভনিরোধক পণ্য এনোভিড বাজারে ছাড়ে, যেটাকে নারীর শারীরিক নিয়ন্ত্রণের ক্ষেত্রে এক মাইলফলক হিসেবে ধরা হয়৷ মার্কিন যুক্তরাষ্ট্রে হরমোনের গর্ভনিরোধক গবেষণার কাজে নারী অধিকার কর্মী মার্গারেট স্যাঙ্গার এবং ক্যাথরিন ম্যাকোর্মিক বিশেষ ভূমিকা পালন করেন৷
১৯৬১ সালে 'আনোভলার' নামে গর্ভনিরোধক পিল প্রথম জার্মানির বাজারে আসে৷ সেটা প্রাথমিকভাবে ঋতুস্রাবের প্রতিকার হিসাবে ব্যবহার করা হয়েছে৷ তাছাড়া বিবাহিত নারীদের মধ্যে যারা এরই মধ্যে বেশ কয়েকটি সন্তানের মা, তাদেরই কেবল পিল কেনার অনুমতি ছিল৷
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
যুগান্তর
| গাজা
১০ মাস আগে
১০ মাস, ১ সপ্তাহ আগে
ডেইলি স্টার
| গাজা
১০ মাস, ১ সপ্তাহ আগে