কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

কোঝিকোড় বিমান দুর্ঘটনায় ২২ জন উদ্ধারকারীই করোনা পজিটিভ

এইসময় (ভারত) কেরালা প্রকাশিত: ১৪ আগস্ট ২০২০, ১৭:৫৫

কেরালার কোঝিকোড়ে বিমান দুর্ঘটনায় উদ্ধারকারী ২২ জন সরকারি আধিকারিকই করোনা আক্রান্ত। তাঁদের আইসোলেশনে থাকার নির্দেশ আগেই দিয়েছিল কেরালার সরকার। তাঁদের মধ্যে একজন জেলাশাসক ও স্থানীয় পুলিশ প্রধানও রয়েছেন। মালাপ্পুরম জেলার মেডিক্যাল অফিসারের তরফ থেকে এই তথ্য জানা গিয়েছে।

গত শুক্রবার রাতে দুবাই থেকে ফিরে কোঝিকোড় বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে ৩৫ ফুট গভীর একটি খাদে গিয়ে এয়ার ইন্ডিয়ার এক্সপ্রেস ফ্লাইট। সেই দুর্ঘটনায় মৃত্যু হয় ১৯ জনের। দুর্ঘটনাগ্রস্ত বিমানে ১৮৪ জন যাত্রী ছিলেন। এর মধ্যে ১০ জন শিশু, ২ জন পাইলট এবং ৫ জন কেবিন ক্রু ছিলেন। উদ্ধারকাজ শেষ হওয়ার পরেই কেরালার স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছিলেন, যাঁরা উদ্ধারকাজে যুক্ত ছিলেন, প্রত্যেককে হোম আইসোলেশনে থাকতে হবে। প্রত্যেকের করোনা পরীক্ষাও করা হবে। সেই রিপোর্টে দেখা যায় উদ্ধারকারী দলের ২২ জন সরকারি আধিকারিক কোভিড–১৯ এ আক্রান্ত।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও