![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2020/08/14/2abc5efef2ffbdd45556fb71b4dd788b-5f3664064d2b8.jpg?jadewits_media_id=1554018)
গায়ক আকবরের শারীরিক অবস্থার অবনতি
ঢাকার মিরপুরে হারম্যান মাইনর স্কুলের পাশে পরিবার নিয়ে থাকেন আকবর। ঈদের দিন থেকে তিনি অসুস্থ। সেদিন রাতে ভাত খেয়েছিলেন। এরপর আর খেতে পারছে না। কোমর থেকে শরীরের নিচ পর্যন্ত অবশ হয়ে আছে এই গায়কের। কানিজ ফাতেমা বললেন, ‘অবস্থা মোটেও ভালো না। যত সময় যাচ্ছে অবস্থা আরও খারাপ হয়ে যাচ্ছে। পিজি হাসপাতালে নিতেও পারছি না। প্রাইভেট হাসপাতালে নেওয়ার সামর্থ্যও তো নেই। তাই বাসাতেই আছে।’
- ট্যাগ:
- বিনোদন
- অসুস্থ
- গুরুতর অসুস্থ
- আকবর আলী গাজী