 
                    
                    বিএমডব্লিউর সাথে অটো লোন নিয়ে এলো আইপিডিসি
১৯৮১ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশের প্রাইভেট খাতের প্রথম আর্থিক প্রতিষ্ঠান আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড ও বিশ্ববিখ্যাত জার্মান অটোমোবাইল, মোটরসাইকেল ও ইঞ্জিন নির্মাণকারী প্রতিষ্ঠান বিএমডব্লিউ যৌথভাবে একটি ক্যাম্পেইনের আয়োজন করেছে। এই ক্যাম্পেইনের মাধ্যমে আইপিডিসি গ্রাহকদের দিচ্ছে বিএমডব্লিউ গাড়ি ক্রয়ের ক্ষেত্রে আকর্ষণীয় অটো লোন অফার। প্রাথমিকভাবে বিএমডব্লিউ টু সিরিজের গাড়ির জন্য এই সুযোগ প্রযোজ্য।
 
গাড়ির নির্দিষ্ট দামের ওপর গ্রাহকরা ৮৫% ঋণ সুবিধা উপভোগ করতে পারবেন এই ক্যাম্পেইন চলাকালীন। কিস্তি পরিশোধের জন্য সর্বোচ্চ ছয় বছর মেয়াদ পর্যন্ত সুবিধা প্রদান করা হচ্ছে। অর্থাৎ ৭২টি কিস্তির মাধ্যমে ঋণ পরিশোধ করতে পারবেন গ্রাহকরা।
 
আইপিডিসি ফাইন্যান্সের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এক্সিকিউটিভ মটরস-এর পরিচালন বিভাগের পরিচালক এম শামসুল আরেফিন বলেন, 'আমরা আশা করি, আইপিডিসির সহযোগিতায় আমাদের গ্রাহকদের জন্য ভ্রমণের সেরা অভিজ্ঞতা প্রাপ্তির পথকে আরও সহজ করে তুলতে পারব।'
 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                