![](https://media.priyo.com/img/500x/https://www.kalerkantho.com/assets/news_images/2020/08/14/130651maskolai1.jpg)
সরকারি কলেজ মাঠ এখন গোচারণ ভূমি, চাষ হচ্ছে মাসকলাই
করোনাকালীন ছুটিতে পাবনার ভাঙ্গুড়ায় সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রী কলেজের তিন একর আয়তনের মাঠে গো খাদ্য হিসেবে চাষ করা হয়েছে মাসকলাই। গত তিনদিন ধরে স্থানীয় খামারিরা মাঠের এই মাসকলাই কিনে গরুকে খাওয়ানো শুরু করেছেন। এতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কলেজ চত্বরে গরু ও রাখালদের চলছে অবাধ বিচরণ।
- ট্যাগ:
- বাংলাদেশ
- শিক্ষাপ্রতিষ্ঠান
- চাষাবাদ
- কলেজ মাঠ