মেজর সিনহা হত্যা: ‘ক্রসফায়ার’ টিকিয়ে রেখেছে সব সরকার, অভিযুক্ত অধিকাংশ বাহিনী
বিবিসি বাংলা (ইংল্যান্ড)
প্রকাশিত: ১৪ আগস্ট ২০২০, ১২:৫৬
কক্সবাজারে পুলিশের গুলিতে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান নিহত হবার পর বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যার বিষয়টি আবারো আলোচনায় এসেছে। কিন্তু আইন-শৃঙ্খলা বাহিনীর কথিত ক্রসফায়ার, এনকাউন্টার বা বন্দুক যুদ্ধের নামে এবং নিরাপত্তা হেফাজতে বিচার বহির্ভূত হত্যা নিয়ে বিতর্ক এবং সমালোচনা দীর্ঘদিনের।মানবাধিকার সংস্থা অধিকারের তথ্যে গত প্রায় দুই দশকে বাংলাদেশে ৪ হাজারের বেশি মানুষ বিনা বিচারে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। আইন ও সালিশ কেন্দ্রের তথ্যে চলতি বছরে এ পর্যন্ত ২০৭ জন ব্যক্তি বিনা বিচারে হত্যার শিকার হয়েছেন।