![](https://media.priyo.com/img/500x/https://fbshare.jugantor.com/fb_share?img=image-334552-1597327136.jpg)
ফসল রক্ষায় ৪০০ বিঘা জমির জলাবদ্ধতা নিরসন করলেন কৃষকরা
নাটোরের গুরুদাসপুরে স্থানীয় কৃষকরা স্বেচ্ছাশ্রম ও নিজেদের অর্থে ৪ শতাধিক বিঘার জমির জলাবদ্ধতা নিরসন ও কৃষি উপযোগী করে তুলেছেন কৃষকরা। উপজেলার নাজিরপুর ইউনিয়নের পাঁচপুরুলিয়া গ্রামের কৃষক কোদাল ও এক্সকেভেটর মেশিন দিয়ে আধা কিলোমিটার লম্বা জায়গায় খাল খনন করে পাইপ বসিয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হয়েছে। ফলে ওই বিলে এখন থেকে আর জলাবদ্ধতা থাকবে না।
- ট্যাগ:
- বাংলাদেশ
- কৃষক
- ফসল রক্ষা বাঁধ