বিশ্বজুড়ে সংঘর্ষ-সহিংসতা বাড়ার আশঙ্কা জাতিসংঘের
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি বৈঠকে সংস্থাটির মহাসচিব অ্যান্থনিও গুতেরেস করোনাভাইরাস মহামারিতে বিশ্বজুড়ে সংঘর্ষ ও সহিংসতার নতুন ঝুঁকি বাড়ছে বলে সতর্ক করেছেন। তিনি বলেন, বর্তমান করোনা সংকট বাড়াচ্ছে বিশ্বজুড়ে সংঘর্ষ। শুধু তাই নয়, অনেক জায়গায় নতুন সংঘাতের পরিস্থিতিও তৈরি হচ্ছে এই সংকটের কারণে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এখবর জানিয়েছে। চলমান পরিস্থিতিকে মাথায় রেখে মার্চ মাসে গুতেরেস বিশ্বজুড়ে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছিলেন। কিন্তু, বেশির ভাগ ক্ষেত্রেই মহামারির বাস্তবতা সংঘর্ষ ঠেকাতে পারেনি। যুদ্ধবিরতিও লক্ষ্য করা যায়নি কোথাও, যেমনটি তিনি প্রত্যাশা করছিলেন।