এবার রামমন্দিরের প্রধান পুরোহিত করোনা আক্রান্ত
গত ৫ অগস্ট রামমন্দির নির্মাণের ভূমিপূজার আগে করোনা পজিটিভ শনাক্ত হয়েছিলেন রাম জন্মভূমি ট্রাস্টের প্রধান পুরোহিতের এক সহকারী এবং নিরাপত্তায় দায়িত্বে থাকা ১৪ পুলিশ সদস্য। কিন্তু তারপরও ভূমিপূজায় হাই প্রোফাইল অতিথিদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
ভূমিপূজার মূল অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন পটেল, আরএসএস প্রধান মোহন ভাগবতসহ প্রচুর ভিভিআইপি-ভিআইপি ছিলেন। তাদের সঙ্গে একই মঞ্চে ছিলেন রাম জন্মভূমি ট্রাস্টের প্রধান পুরোহিত মোহন্ত নৃত্যগোপাল দাস। এবার তিনিও করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হলেন। মোহন্ত নৃত্যগোপাল দাস বর্তমানে মথুরায় রয়েছেন। তবে তার শারীরিক অবস্থা নিয়ে চিন্তার কিছু নেই বলে জানিয়েছেন মথুরার জেলা প্রশাসক।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১ বছর আগে