ববিতার চিন্তার অবশ্য কারণও আছে। করোনায় তিনি এরই মধ্যে হারিয়েছেন বেশ কয়েকজন নিকট স্বজনকে। সারাক্ষণ মন ভালো রাখার চেষ্টা করলেও তা পারছেন না এই অভিনেত্রী। তাইতো তার কণ্ঠে ঝরে ব্যথার সুর- 'মনটা বেশ খারাপ।ফুফাতো বোনসহ আমার পরিবারের পাঁচ-ছয়জনকে কেড়ে নিয়েছে করোনা। পরিবারের সদস্যদের নিয়ে বেশি চিন্তা হচ্ছে। মন খারাপের পেছনে অনেক কারণ রয়েছে। ছেলে অনিক কানাডায় থাকে। বছরে দু'বার ছেলের কাছে গিয়ে বেড়িয়ে আসতাম। মে মাসে যাওয়ার কথা ছিল। করোনার কারণে তা পারিনি। ছেলেটাকে দেখার জন্য ব্যাকুল হয়ে আছি। যতই দিন যাচ্ছে, উদ্বেগ-উৎকণ্ঠা বাড়ছে। কী এমন দুর্যোগ পৃথিবীতে এলো, ইচ্ছা করলেও ছেলের সঙ্গে দেখা করতে যেতে পারছি না, আবার চাইলে ছেলেও এ মুহূর্তে আমার কাছে আসতে পারছে না। বড় বোন সুচন্দা আটকে আছে আমেরিকায়। দেশের বাইরে থাকা ভাইবোনদের সঙ্গে ফেসবুকে ভিডিও কলে কথা হয়। করোনা যে কবে যাবে, তারও নিশ্চয়তা নেই। এসব ভেবে মনটা ভালো রাখা খুব কঠিন '।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.