You have reached your daily news limit

Please log in to continue


উলঙ্গ হয়ে মত্ত অবস্থায় থাইল্যান্ডের মঠে 'তাণ্ডব' বাংলাদেশি মহিলার, নিন্দার ঝড়

থাইল্যান্ডে গিয়ে বাংলাদেশের মুখ 'পোড়ালেন' এক মহিলা। থাইল্যান্ডে বৌদ্ধ মঠে উঠে বাংলাদেশের ওই মহিলা পর্যটক রীতিমতো শোরগোল ফেলে দিয়েছিলেন। মাতাল অবস্থায় বিবস্ত্র হয়ে তিনি পথচারীদের উদ্দেশে অশ্লীল অঙ্গভঙ্গিও করেন বলেও অভিযোগ। জানা গিয়েছে, অভিযুক্ত ওই মহিলার নাম ফারাহ হক। বিষয়টি নিয়ে ইতোমধ্যে নিন্দার ঝড় উঠেছে বিভিন্ন মাধ্যমে। সোমবার সন্ধ্যায় থাইল্যান্ডের উত্তরাঞ্চলে চিয়াং মাই এলাকার একটি বৌদ্ধ উপসানলয়ে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে থাইল্যান্ড পুলিশ। স্থানীয় মানুষজনের অভিযোগ, ওই বৌদ্ধ উপসনালয়ের গেটে দাঁড়িয়ে-বসে সম্পূর্ণ বিবস্ত্র অবস্থায় ওই তরুণী কুরুচিকর ভাষার চিৎকার করছিলেন। সেই সময় কয়েকজন এগিয়ে এসে তাঁকে সেখান থেকে চলে যেতে বললে তাঁদেরও গালিগালাজ শুরু করেন ফারাহ। এরপরই খবর যায় পুলিশ। পুলিশ এসে ওই মহিলাকে আটক করে স্থানীয় সুয়ান প্রুং সাইক্রিয়াটিক হাসপাতালে ভরতি করে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন