![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2020/08/12/30d908485bac58e205250ec7a782c4c1-5f33f6ffb22ae.jpg?jadewits_media_id=1553555)
তাঁদের প্লেব্যাক যাত্রা আলাউদ্দীন আলীর সুরে
প্রথম আলো
প্রকাশিত: ১২ আগস্ট ২০২০, ২০:০২
আলাউদ্দীন আলী সেদিন মাথায় হাত বুলিয়ে বিশ্বজিৎকে রাজি করালেন জীবনের প্রথম প্লেব্যাকে। ‘আমরা দুজন’ গানটিতে সেদিন কুমার বিশ্বজিতের সহশিল্পী ছিলেন পাকিস্তানের খ্যাতিমান শিল্পী আলমগীর। বাংলাদেশের প্লেব্যাকে সেটি ছিল তাঁরও অভিষেক। এ রকম বহু ‘প্রথম’ প্লেব্যাক গায়কের অভিষেক হয় আলাউদ্দীন আলীর সুরে। শিল্পী খুঁজে তাঁদের কণ্ঠে নিজের সুর তুলে দিতেন এই সুরস্রষ্টা। যথাযথ কণ্ঠ পেয়ে কালকে জয় করে যাচ্ছে সেসব
- ট্যাগ:
- বিনোদন
- যাত্রা শুরু
- প্লেব্যাক
- আলাউদ্দিন আলী