দুর্নীতি সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে: হাসান সরকার
গাজীপুর মহানগর বিএনপির সভাপতি মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার বলেছেন, দুর্নীতি আজ সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে। বিশেষ করে শিক্ষাঙ্গনের দুর্নীতি জাতির সর্বনাশ ডেকে আনছে। চলমান এই দুর্নীতি রোধ করতে হলে ‘দলকানা স্বভাব’ থেকে বেরিয়ে এসে দেশপ্রেমিক মেধাবীদের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বসাতে হবে। সততা ও ন্যায়নিষ্ঠার প্রশ্নে যারা কখনো আপস করবে না। বুধবার টঙ্গীর বন্যাকবলিত ভাদাম-ভাকরাল এলাকায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
টঙ্গী পশ্চিম থানা বিএনপির উদ্যোগে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি রাশেদুল ইসলাম কিরণ, টঙ্গী পশ্চিম থানা বিএনপির সাধারণ সম্পাদক শাহ মো. নাসির উদ্দিন নাসু, গাছা থানা বিএনপির সভাপতি মো. ফারুক হোসেন খান, গাছা থানা যুবদল সাধারণ সম্পাদক মোশারফ হোসেন খান, শেখ সুমন, ইঞ্জিনিয়ার জমসের আলী, আক্তারুজ্জামান নূর, হাজী মোসলেম উদ্দিন, মো. শামসুল হক, নজরুল ইসলাম মোড়ল, সুরত আলী, সেলিম কাজল, আক্তার হোসেন, লিটন মাস্টার, ইউসুফ সরকার, আবদুল্লাহ আহমেদ পার্থ প্রমুখ।