'বাবার জন্য যেটা সর্বোত্তম তাই যেন করেন ঈশ্বর', প্রার্থনা প্রণব-কন্যা শর্মিষ্ঠার
প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের অবস্থা সংকটজনক। তিনি রয়েছেন ভেন্টিলেটরে। তাঁর শারীরিক অবস্থার উন্নতির কোনও খবর এখনও পর্যন্ত নেই। এই অবস্থায় বাবার জন্য যেটা সর্বোত্তম সেটাই প্রার্থনা করলেন তাঁর কন্যা শর্মিষ্ঠা বন্দ্যোপাধ্যায়।
বুধবার সকালে শর্মিষ্ঠা ট্যুইটে লিখেছেন, 'গত বছর ৮ অগস্ট আমার জন্য অন্যতম একটা আনন্দের দিন ছিল, কারণ সে দিন আমার বাবা ভারতরত্ন সম্মান পেয়েছিলেন। ঠিক তার এক বছর পর ১০ অগস্ট তিনি সংকটজনক অবস্থায় রয়েছেন। তাঁর জন্য যেটা সবচেয়ে ভালো হয়, তাই যেন করেন ঈশ্বর। মন স্থির রেখে জীবনের আনন্দ ও দুঃখ দুটোই যেন মেনে নিতে পারি, সেই শক্তি দিতে বলছি ঈশ্বরকে। সবাই খোঁজখবর নেওয়ায় ধন্যবাদ জানাই।'
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.