সাড়ে চার মাস পর শারীরিক উপস্থিতিতে খুলেছে হাইকোর্ট
নভেল করোনাভাইরাসের কারণে সাড়ে চার মাস বন্ধ থাকার পর আজ বুধবার থেকে শারীরিক উপস্থিতিতে বসছে হাইকোর্টের নিয়মিত বেঞ্চ। তবে ভার্চুয়ালিও চলবে হাইকোর্টের কিছু বিচার কার্যক্রম। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নির্দেশে শারীরিক উপস্থিতি ও ভার্চুয়ালি বেঞ্চ বসার বিষয়ে গত সোমবার সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ থেকে পৃথক দুটি বিজ্ঞপ্তি জারি করা হয়। হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মোহাম্মদ আকতারুজ্জামানের স্বাক্ষরে মোট ৫৩টি বেঞ্চ গঠন করে পৃথক দুটি বিজ্ঞপ্তি জারি করা হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, এদিন শারীরিক উপস্থিতিতে ১৮টি বেঞ্চ বসবে। এর মধ্যে পাঁচটি একক ও ১৩টি দ্বৈত বেঞ্চ। আর ভার্চুয়ালি