যুবলীগ নেতার দখলে বনভূমি
ক'দিন আগেও অসংখ্য শাল-গজারি গাছে ভরপুর ছিল বন বিভাগের এই জায়গাটি। নানা রকম বন্যপ্রাণীর অবাধ বিচরণও ছিল গভীর এই গজারি বনের ভেতর। অথচ সময়ের ব্যবধানে সেই গহিন বনের ভেতরে গড়ে তোলা হয়েছে হাঁসের খামার, পুকুর খনন করে চাষ করা হচ্ছে
ক'দিন আগেও অসংখ্য শাল-গজারি গাছে ভরপুর ছিল বন বিভাগের এই জায়গাটি। নানা রকম বন্যপ্রাণীর অবাধ বিচরণও ছিল গভীর এই গজারি বনের ভেতর। অথচ সময়ের ব্যবধানে সেই গহিন বনের ভেতরে গড়ে তোলা হয়েছে হাঁসের খামার, পুকুর খনন করে চাষ করা হচ্ছে