সিলেটের বিশ্বনাথ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও চ্যানেল এস টেলিভিশন ইউকে, দৈনিক সমকাল, দৈনিক শুভ-প্রতিদিন পত্রিকা ও সিলেটটুডে টুয়েন্টিফোর ডটকম’র বিশ্বনাথ প্রতিনিধি জাহাঙ্গীর আলম খায়েরকে দেখে নেয়ার হুমকি দেয়া হয়েছে। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে সোমবার রাতে বিশ্বনাথ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন ওই সাংবাদিক। জিডি এন্ট্রিসূত্রে জানা গেছে, গত রোববার সন্ধ্যায় বাসায় বসে প্রতিদিনের মতো পত্রিকায় সংবাদ পাঠাতে কম্পিউটারে কাজ করছিলেন। সন্ধ্যা সোয়া সাতটার দিকে অজ্ঞাতনামা ব্যক্তি ০১৮৬৯-৮৩০০৮৬ নম্বর মোবাইল থেকে তার (খায়েরের) ব্যবহৃত ০১৭১২-৩১৮৫৩১ নম্বর মোবাইল ফোনে কল দেন। ফোনকলটি রিসিভ করার পর নিজের পরিচয় না দিয়ে সাংবাদিক খায়েরের পরিচয় জানতে চান এবং শুদ্ধ বাংলায় কথা বলতে থাকেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.