গোপালগঞ্জে গ্রিল ভেঙে ডাকাতি, স্বর্ণালঙ্কার লুট
গোপালগঞ্জে বাড়ির গ্রিল ভেঙে ঘরে ঢুকে স্বর্ণালঙ্কারসহ গুরুত্বপূর্ন মালামাল লুট করে নিয়ে গেছে একদল ডাকাত। গত সোমবার রাতে গোপালগঞ্জ শহরে ৩১৯/২ বিশ্বাস বাড়ি রোড মিয়াপাড়ার মিন্টু ও লিটুদের বাসায় এ ঘটনা ঘটে।
তারা জানান, তাদের বাড়ি ঢুকে ওই ডাকাতদলের সদস্যরা তাদের পরিবারের সদস্যদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালঙ্কারসহ গুরুত্বপূর্ন মালামাল লুট করে নেয়। এ ঘটনায় গোপালগঞ্জ সদর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন তারা। ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। আসামিদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- ডাকাতি
- স্বর্ণালঙ্কার লুট
- গ্রিলকাটা