গাজীপুরে কারখানা স্থানান্তরের প্রতিবাদে পোশাকশ্রমিকদের বিক্ষোভ
গাজীপুরে পোশাক কারখানা স্থানান্তরের প্রতিবাদে ও বকেয়া পাওনাদি পরিশোধসহ পাঁচ দফা দাবিতে ওই কারখানার শ্রমিকরা আজ মঙ্গলবার বিক্ষোভ করেছেন। এ সময় তাঁরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রায় আড়াই ঘণ্টা অবরোধ করে রাখেন। গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক ইসলাম হোসেন ও শ্রমিকরা জানান, করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির কারণে গাজীপুর সিটি করপোরেশনের সাইনবোর্ড কলমেশ্বর এলাকার ব্যান্ডো ফ্যাশনস লিমিটেড কারখানাটিতে ক্রয়াদেশ নেই। ফলে কর্তৃপক্ষ এটি প্রায় ৩৮ কিলোমিটার দূরে শ্রীপুর উপজেলার এমসি বাজার এলাকায় এবিএসএস কারখানায় স্থানান্তরের সিদ্ধান্ত নেয়। গতকাল সোমবার রাতে এ ব্যাপারে কারখানার গেটে নোটিশ টাঙিয়ে দেওয়া হয়। ঈদের ছুটি ক