‘তিতলি’কে নিয়ে কোনও টেনশন নেই, আমি নিজেই নিজের প্রতিদ্বন্দ্বী: শ্বেতা

আনন্দবাজার (ভারত) কলকাতা প্রকাশিত: ১১ আগস্ট ২০২০, ১২:৩৩

বাবা, ‘গঙ্গাপদ ঢাকি’ হঠাৎই অভিনয় থেকে বিরতি নিয়েছেন স্বাদ, গন্ধ পাচ্ছেন না বলে। দশমীর দিন তাঁকে সিঁদুর পরিয়ে স্ত্রী-র মর্যাদা দিয়েছে সঙ্গীত। হার্ট অ্যাটাকে মামা ভর্তি হাসপাতালে।


তারপরেও মাত্র ২১ দিনে রানি রাসমণি-র রেটিং ছুঁয়েছে জি বাংলার নতুন ধারাবাহিক ‘যমুনা ঢাকি’। মেগার মতোই রিল-রিয়েল লাইফ নিয়ে মারাত্মক উত্তেজনায় টালমাটাল শ্বেতা ভট্টাচার্য মেলে ধরলেন নিজেকে আনন্দবাজার ডিজিটালের কাছে।

কেমন আছেন মামা?
শ্বেতা: ভাল নয়। দুটো আর্টারি ব্লক।
দুশ্চিন্তা নিয়ে অভিনয়?
শ্বেতা: মনখারাপ নিয়ে। জানেন, এই খবর আসার পরের দিনের শুটে আমার প্রচুর কান্নার দৃশ্য ছিল। গ্লিসারিন ছাড়াই কেঁদেছি অঝোরে!
এর মধ্যেও বড় পাওনা, মাত্র ২১ দিনে রেটিং ৮.৭। রানি রাসমনির সমান সমান ‘যমুনা ঢাকি’...
শ্বেতা: স্টার জলসার রেটিং অনুযায়ী ৮.৯। সেই দিক থেকে আমরা চ্যানেল টপার! এর পুরো কৃতিত্বটাই স্নেহাশিস চক্রবর্তীর এবং জি বাংলার। শুনেছি, চ্যানেল কর্তৃপক্ষ আমার নাম সাজেস্ট করেছিল। এই নিয়ে ছ’টা কাজ করলাম স্নেহাশিসদার সঙ্গে। ওঁর কলমের কোনও জবাব নেই। জানতাম, এরকমই কিছু হবে। শুরু থেকে একের পর এক অঘটন ঘটেছে। তারপরেও এই রেজাল্ট ওঁর জন্যেই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও