বাংলাদেশে এখন পর্যন্ত সাত হাজার ৭৭৪ জন চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে দুই হাজার ৫৪২ জন চিকিৎসক, এক হাজার ৮৬০ জন নার্স ও তিন হাজার ৪০ জন স্বাস্থ্যকর্মী। সোমবার (১০ আগস্ট) পর্যন্ত করোনা সংক্রমিত ও উপসর্গ নিয়ে মারা গেছেন ৭৪ জন চিকিৎসক। করোনাভাইরাসে আক্রান্ত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের মধ্যে সর্বোচ্চ সংখ্যক রয়েছেন রাজধানী ঢাকায়। ঢাকায় ৮০৩ জন চিকিৎসক, ৭৭২ জন নার্স ও ৪৪০ জন স্বাস্থ্যকর্মী রয়েছেন। তবে আক্রান্তদের অনেকেই ইতোমধ্যে সুস্থ হয়ে কাজে যোগদান করেছেন। এদিকে করোনায় চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের মৃত্যুতে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও মহাসচিব ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী গভীর শোক প্রকাশ করছেন। এছাড়া অসুস্থদের দ্রুত আরোগ্য কামনা করেছেন বিএমএ নেতারা।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.