করোনায় আক্রান্ত ২৫৪২ চিকিৎসক, মারা গেছেন ৭৪ জন

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১১ আগস্ট ২০২০, ১১:২৯

বাংলাদেশে এখন পর্যন্ত সাত হাজার ৭৭৪ জন চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে দুই হাজার ৫৪২ জন চিকিৎসক, এক হাজার ৮৬০ জন নার্স ও তিন হাজার ৪০ জন স্বাস্থ্যকর্মী। সোমবার (১০ আগস্ট) পর্যন্ত করোনা সংক্রমিত ও উপসর্গ নিয়ে মারা গেছেন ৭৪ জন চিকিৎসক। করোনাভাইরাসে আক্রান্ত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের মধ্যে সর্বোচ্চ সংখ্যক রয়েছেন রাজধানী ঢাকায়। ঢাকায় ৮০৩ জন চিকিৎসক, ৭৭২ জন নার্স ও ৪৪০ জন স্বাস্থ্যকর্মী রয়েছেন। তবে আক্রান্তদের অনেকেই ইতোমধ্যে সুস্থ হয়ে কাজে যোগদান করেছেন। এদিকে করোনায় চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের মৃত্যুতে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও মহাসচিব ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী গভীর শোক প্রকাশ করছেন। এছাড়া অসুস্থদের দ্রুত আরোগ্য কামনা করেছেন বিএমএ নেতারা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও