সেতিয়েনের ছেলেকে গরুদের ভবিষ্যদ্বাণী, বার্সা চ্যাম্পিয়নস লিগ জিতবে

প্রথম আলো প্রকাশিত: ১১ আগস্ট ২০২০, ১০:০৯

কিকে সেতিয়েনের গবাদিপশুর প্রতি টান আজকের না। বার্সেলোনা কোচের নিজের একটি গবাদিপশুর খামারও আছে। কাতালান ক্লাবটির কোচ হওয়ার প্রস্তাব পাওয়ার সময়ও নিজের গ্রামে মাঠে গরু চড়াচ্ছিলেন তিনি। তখন বিস্ময় নিয়ে সেতিয়েন বলেছিলেন, ‘নিজের সৌভাগ্য আমি নিজেই বিশ্বাস করতে পারছি না! এই কালও গরু নিয়ে হাঁটাহাঁটি করছিলাম। আর আজ আমি বিশ্বের সেরা খেলোয়াড়দের অনুশীলন করাচ্ছি।’

সেতিয়েনের গরু–প্রেম এখানেই শেষ নয়। লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ জিতে নিজের গরুদের তা দেখাতেও চেয়েছেন রিয়াল বেতিস ও লাস পালমাসের সাবেক এ কোচ, ‘আমি বারবার আমার খেলোয়াড়দের বলেছি, আমার তর সইছে না। আমার নষ্ট করার মতো সময় নেই মোটেও। আমি চ্যাম্পিয়নস লিগ আর লা লিগা জিততে চাই। দুটিই যদি জিততে পারি, তা হলে সবচেয়ে ভালো। আর হ্যাঁ, আমি চ্যাম্পিয়নস লিগ জিতে লিয়েনক্রেসের মাঠে আমার গরু নিয়ে হাঁটতে চাই। আমার হাতে থাকবে চ্যাম্পিয়নস লিগের ট্রফিটা। গরুর পালকে ট্রফিটা দেখাতে চাই আমি। এটা আমার স্বপ্ন।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও