কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

‘করোনার মইদ্দে বন্যা, আর তো পারি না’

প্রথম আলো হরিরামপুর প্রকাশিত: ১১ আগস্ট ২০২০, ০৮:২১

স্ত্রী, ছেলে, পুত্রবধূ এবং নাতি-নাতনি মিলিয়ে বিরাট সংসার আবদুল আজিজের (৬৫)। ছেলে শামীম হোসেন সংসারের উপার্জনের একমাত্র ব্যক্তি। মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ঝিটকা বাজারে একটি খাবারের হোটেলে ব্যবস্থাপকের কাজ করেন শামীম। করোনসংকট এবং বন্যা পরিস্থিতিতে হোটেলে বেচা-বিক্রি বন্ধ। পরিবারটির এখন না খেয়ে থাকার দশা। আবদুল আজিজের বাড়ি মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার কৌড়ি গ্রামে।


গতকাল তিনি এসেছিলেন প্রথম আলো ট্রাস্টের পক্ষ থেকে দেওয়া ত্রাণ নিতে। ত্রাণসহায়তা পেয়ে তিনি বলেন, ‘করোনার মইদ্দে কত্ত দিন ধইরা বন্যা, আর তো পারি না। ছেলেডার কামাইরোজগার বন্ধ। ঘরে চাইল-ডাইলেরও অভাব। বিপদে পিঁপড়ার বলও বল। এই তেরানে চার-পাঁচ দিন খাওনের ব্যবস্থা অইবো।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও