![](https://media.priyo.com/img/500x/https://samakal.com/uploads/2020/08/online/facebook-thumbnails/Illias-Kobra-(1)-samakal-5f3159b30f5e1.jpg)
মেজর সিনহাকে চিনি না: ইলিয়াছ কোবরা
চলচ্চিত্র অভিনেতা ইলিয়াছ কোবরা জানিয়েছেন কক্সবাজারে নিহত সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খানকে তিনি চেনেন না। তার সাথে কোনো দিন দেখা কিংবা সাক্ষাতও হয়নি।
সিনহা হত্যার পরিকল্পনার সাথে তিনি জড়িত রয়েছেন বলে কিছু সংবাদ মাধ্যমে তাকে নিয়ে যে সংবাদ প্রকাশিত হয়েছে তার তীব্র প্রতিবাদ জানিয়ে সোমবার সন্ধ্যায় কক্সবাজার প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ইলিয়াছ কোবরা বলেন, ‘টেকনাফের শামলাপুরে আমার কোনো বাগান বাড়ি নেই। অথচ আমার বাগান বাড়িতে মেজর সিনহাকে ৪ ঘণ্টা আটকে রেখেছি বলে সাংবাদ মাধ্যমে যা বলা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও কল্পনাপ্রসূত।’