ফের বাড়ল সময়সীমা, ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাতিল ট্রেন-মেট্রো পরিষেবা
ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে গণপরিবহণ। ইতিমধ্যে বাস-ট্যাক্সি-অটো পথে নামলেও, এখনই চালু হচ্ছে না লোকাল ট্রেন। আপতাত ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ট্রেন পরিষেবা বাতিল করা করছে রেল মন্ত্রক। চালু হচ্ছে না মেট্রোও।আনলকের তৃতীয় পর্যয়ে প্রায় সবই খুলে গিয়েছে। অফিস-কাছারি, ব্যবসা-বাণিজ্য চলছে আগের মতোই। কিন্তু লোকাল ট্রেন চালু না হওয়ার করণে জেলা থেকে শহরে কাজে যেতে অনেকই সমস্যায় পড়ছেন।
লোকাল ট্রেন চালু হলে সেই দুর্ভোগ কমবে বলে মনে করছেন যাত্রীরা। আবার একাংশের মানুষ মনে করছেন লোকাল চালু হলে সংক্রমণের ঝুঁকিও বাড়বে। সে ক্ষেত্রে দূরত্ব-বিধি নিয়ম মানতে হবে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.