চিনা সংস্থা হওয়ায় আগেই কোপ পড়েছে ভিভোর ওপরে। আইপিএল-এর টাইটেল স্পনসরশিপ থেকে সরেছে ভিভো। এবার কি তবে দেখা যাবে পতঞ্জলি আইপিএল? আইপিএল ২০২০-র টাইটেল স্পনসরশিপের জন্য এবার রামদেবের পতঞ্জলিও ঝাঁপাবে বলে সূত্রের খবর। পতঞ্জলির মুখপাত্র এসকে তিজারাওয়ালা ইকনমিক টাইমসকে জানিয়েছেন , 'এই বছর আইপিএল টাইটেল স্পনসরশিপ পাওয়ার জন্য আমরা চেষ্টা করব। কারণ আমরা পতঞ্জলি ব্র্যান্ডকে গ্লোবাল মার্কেটিং প্ল্যাটফর্ম দিতে চাইছি।' এই বিষয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে তাঁরা প্রস্তাব দেবেন বলেও জানিয়েছেন এসকে তিজারাওয়ালা। বাজার বিশেষজ্ঞদের মতে পতঞ্জলি ব্র্যান্ডের মাল্টিন্যাশনাল কোম্পানি হিসেবে সেরকম কোনও স্টার পাওয়ার নেই।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.