কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

রাশিয়ার খনিতে মিলল ২৩৬ ক্যারেটের দুর্লভ রঙিন হিরা

ঢাকা টাইমস রাশিয়া প্রকাশিত: ১০ আগস্ট ২০২০, ১১:৩৩

রাশিয়ার একটি খনি থেকে ২৩৬ ক্যারেটের দুর্লভ রঙিন হিরার সন্ধান মিলেছে। উত্তর রাশিয়ার ওই খনিটি বিশ্বের অন্যতম বৃহৎ হিরা উৎপাদক সংস্থা অলরোসার মালিকানাধীন। রাশিয়ার কোনো খনি থেকে এর আগে এত বড়ো রঙিন হিরে পাওয়া যায়নি। খবর রুশ সংবাদমাধ্যম আরটির।

খবরে বলা হয়েছে, রাশিয়ার উত্তর প্রান্তের ইতুকিয়া অঞ্চল চরম জলবায়ুর জন্য পরিচিত। শীতকালে এখানে প্রায় কোনো কাজকর্ম করা যায় না। গোটা এলাকা পুরু বরফের চাদরে ঢাকা থাকে। একমাত্র গ্রীষ্মের কয়েক মাস এখানে কাজকর্ম করা যায়। এখানকারই আনাবার নদীর তীরে অবস্থিত অলরোসার এবেলিয়াখ খনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও