![](https://media.priyo.com/img/500x/http://www.bd-pratidin.com/assets/news_images/2020/08/10/og/091842_bangladesh_pratidin_04.jpg)
গাড়ি চোর সন্দেহে ইংল্যান্ডের জাতীয় দলের ফুটবলারকে জিজ্ঞাসাবাদ
বছরে তার আয় প্রায় ৩২ লাখ পাউন্ড। সপ্তাহে হিসাব করলে ৬০ হাজার পাউন্ড। এমন ফুটবলার তো চাইলেই একটি বিলাসবহুল গাড়ি কিনতে পারেন। এর তাকে কিনা পুলিশ সন্দেহ করছে গাড়ি চোর হিসাবে। ইংল্যান্ডের জাতীয় ফুটবল দলে খেলেন তিনি। নামডাক, ধনদৌলত সবই আছে। ইউরোপিয়ান ক্লাব টটেনহ্যাম হটস্পারের ফুটবলার তিনি। বর্তমানে লোনে রয়েছেন প্রিমিয়ার লিগের আরেক দল নিউক্যাসল ইউনাইটেডে। তবে ব্রিটেনের পুলিশ তাকে চেনে না। চিনলেও তাকে সম্মান দিতে রাজি নয়। কিন্তু কেন?