জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকীর দিনকে সামনে রেখে দেশের বিভিন্ন স্থানে অন্যরকম মহড়ার প্রস্তুতি নিচ্ছেন স্বাধীনতাবিরোধীদের স্বজনরা। রাজাকারের ছেলে-নাতি-স্বজনদের যারা বিভিন্ন উপায়ে ক্ষমতাসীন আওয়ামী লীগে অনুপ্রবেশ করে বিগত কয়েক বছরে বিপুল অর্থ-বিত্তের মালিক বনেছেন তারা ১৫ আগস্ট একাধিক গরু জবাই করে ভুরিভোজের আয়োজন করছেন। তাদের কেউ কেউ ইউনিয়ন পর্যায়েও এই ধরনের আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। এসব এলাকায় প্রকৃত কিংবা পোড় খাওয়া আওয়ামী লীগ নেতাকর্মীদের অভিযোগ, রাজাকারের পোষ্যরা নিজেদের নানা অনৈতিক কার্যক্রম নির্বিঘ্ন রাখার লক্ষ্যে এবং অজানা উত্স থেকে অর্জিত অর্থের প্রভাব দেখাতেই শোক দিবসকে উত্সবে পরিণত করার অপপ্রস্তুতি নিচ্ছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.