![](https://media.priyo.com/img/500x/https://www.daily-bangladesh.com/media/imgAll/2020June/up-2008091500.jpg)
দাফনের দুই দিন পর হেঁটে বাড়িতে ফিরল ‘মৃত’ যুবক
স্ত্রীর সঙ্গে ঝগড়া করে বাড়ি ছাড়েন যুবক। নিখোঁজ যুবককে খোঁজে পেতে পুলিশের দ্বারস্থ হলো পরিবার। অবশেষে মৃত যুবকের মরদেহ উদ্ধার করার পর দাফন করা হয়। কিন্তু দাফনের দুই দিন পর ঘটল তাজ্জব ঘটনা।
সেই যুবকই সশরীরে হেঁটেই বাড়িতে ফিরলেন। গত শুক্রবার ভারতের উত্তরপ্রদেশের কানপুরের কর্নেলগঞ্জ এলাকায় তাজ্জব ঘটনাটি ঘটে।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- নিখোঁজ
- দাফন-কাফন
- ঝগড়া
- বাড়ি ফেরা