আফগানিস্তানে ১৯ বছরের যুদ্ধাবসানে শান্তি আলোচনা শুরুর পথ প্রশস্ত করতে ৪০০ ‘কট্টর’ তালেবান বন্দিকে মুক্তি দিতে রাজি হয়েছে লয়া জিরগা।