![](https://media.priyo.com/img/500x/https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2020/08/08/india-plane-crash-080820-01.jpg/ALTERNATES/w640/india-plane-crash-080820-01.jpg)
কেরালায় দুর্ঘটনায় পড়া বিমানের ‘ব্ল্যাক বক্স’ উদ্ধার, পরীক্ষায় জানা যাবে কারণ
ভারতের কেরালায় দুর্ঘটনায় পড়া উড়োজাহাজটির ‘ব্ল্যাক বক্স’ উদ্ধার করা হয়েছে। এবার সেটির তথ্য পরীক্ষায় বিমানটি কেন দুর্ঘটনায় পড়েছিল তা জানা সম্ভব হবে বলে মনে করছেন কর্মকর্তারা।