বেহালাবাদক থেকে কিংবদন্তি
ডেইলি বাংলাদেশ
প্রকাশিত: ০৯ আগস্ট ২০২০, ১৯:০৫
আলাউদ্দিন আলী, দেশের সংগীতে সত্তর দশক থেকেই পরিচিত নাম। বেহালাবাদক হিসেবে চলচ্চিত্র গানে কাজ শুরু করা এই মানুুষটি হয়ে উঠেন বাংলা আধুনিক গানের সুরের আকাশে কিংবদন্তি।
একাধারে সুরকার, সংগীত পরিচালক, বেহালাবাদক ও গীতিকার আলাউদ্দিন আলী। তার লেখা, সুর করা ও সংগীত পরিচালনায় অসংখ্য গান শ্রোতাপ্রিয় হয়েছে। চলচ্চিত্র, বেতার, টেলিভিশন মিলে প্রায় হাজার পাঁচেক গান তৈরি করেছেন তিনি।
১৯৫২ সালের ২৪ ডিসেম্বর মুন্সীগঞ্জের টংগিবাড়ী থানার বাঁশবাড়ী গ্রামে জন্মগ্রহণ করেন আলাউদ্দিন আলী। তার পৈতৃক ভিটা মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার বাঁশবাড়ি গ্রামে। বাবাও ছিলেন গানের মানুষ। নাম ওস্তাদ জাদব আলী। চাকরি করতেন বাংলাদেশ বেতারে। মায়ের নাম জোহরা খাতুন।
- ট্যাগ:
- বিনোদন
- কিংবদন্তি
- সুরকার
- বেহালা
- আলাউদ্দিন আলী