ঢাকাই ছবির বর্তমান সময়ের সেরা নায়ক শাকিবের প্রতি চাপা অভিমান থেকেই জায়েদ খানকে শিল্পী সমিতির নির্বাচনে সমর্থন করেছেন বলে জানিয়েছেন চিত্রনায়িকা পপি। তবে শাকিবের প্রতি সেই অভিমান করাটা ভুল ছিল বলেও জানান জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এ চিত্রনায়িকা।
বিষয়টি নিয়ে পপির সঙ্গে যোগাযোগ করলে তিনি যুগান্তরকে জানান, শাকিব এখন নিঃসন্দেহে দেশের শীর্ষ নায়ক। কিন্তু একসময় তার এ অবস্থান ছিল না। ধীরে ধীরে সে জনপ্রিয়তা পায়। জনপ্রিয়তা পাওয়ার পর সে কাজ নিয়ে আরও ব্যস্ত হয়ে পড়ে। মান্না ভাই মারা যাওয়ার আগ পর্যন্ত সবকিছু মোটামুটি ঠিক ছিল। কিন্তু তিনি মারা যাওয়ার পর সিনেমায় শাকিবের একচেটিয়া আধিপত্য গড়ে ওঠে। তারমধ্যে অপুর সঙ্গে শাকিবের জুটি তৈরি হয়। সেসব ছবি ব্যবসায়িকভাবে লাভবানও হতে থাকে। একটা সময় আমরা যারা তার পাশে ছিলাম, তাদেরকে এড়িয়ে চলতে থাকে শাকিব। এ কারণেই আমাদের মধ্যে অভিমান তৈরি হয়। সেই অভিমান থেকে আমরা সবাই মিলে জায়েদকে শিল্পী সমিতির নির্বাচনে সাপোর্ট করি। তাকে পাশ করাই।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.