You have reached your daily news limit

Please log in to continue


১২০০ কোটি রুপি ব্যয়ে আকাশছোঁয়া 'হনুমানের মূর্তি' তৈরি হবে কর্নাটকে

রামমন্দিরের ভূমিপুজো হয়ে গেছে। নির্মাণ কাজ শুরু হতে পারে সোমবার থেকে। এরই মধ্যে অযোধ্যায় রামমন্দির নির্মাণের জন্য বরাদ্দ জমিতে পরিস্কার-পরিচ্ছন্নতার কাজ শুরু হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভূমিপুজো সম্পন্ন করার পর থেকেই গোটা ভারতজুড়ে 'জয় শ্রীরাম' ধ্বনিতে বিজয়োৎসব করছেন বহু মানুষ। এবার কর্নাটকের হাম্পিতে আকাশছোঁয়া ২১৫ মিটার উঁচু 'হনুমান' মন্দির তৈরির তোড়জোড় চলছে। অযোধ্যায় রাম মন্দিরের পাশাপাশি রামের মূর্তিও হবে। এ কথা আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। উত্তরপ্রদেশের ফৈজাবাদ জেলার বরহাটা গ্রামে হবে রামচন্দ্রের সেই আকাশছোঁয়া মূর্তি। উচ্চতা হবে ২২১ মিটার। তবে ভগবানের থেকে ভক্তের মূর্তি হবে ছোট। ইচ্ছাকৃতভাবেই কর্নাটকের হাম্পিতে হনুমানের মূর্তি ছয় মিটার কম করা হবে। হনুমান জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট তৈরি হয়েছে। তারাই এই মূর্তি নির্মাণের জন্য অর্থ সংগ্রহ করবে। অর্থ সংগ্রহ করতে দেশের বিভিন্ন জায়গায় হনুমান রথ যাত্রা করা হবে বলেও জানানো হয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন