একটি অপহরণ, বহু বিজ্ঞাপন; ৩২ বছর পর যা ঘটল

কালের কণ্ঠ চীন প্রকাশিত: ০৮ আগস্ট ২০২০, ১২:১৩

ছেলে অপহরণের পর ৩২ বছর ধরে তাকে হন্যে হয়ে খুঁজেছেন এক মা। অবশেষে ছেলেকে ফিরে পেয়েছেন। তবে এতোদিনে সেই ছোট্ট ছেলেটি হয়ে গেছেন যুবক। জানা গেছে, ওই মায়ের নাম লি জিংঝি এবং তার ছেলে মাও ইন।

১৯৮৮ সালে অপহরণের পর বেচে দেওয়া হয়েছিল মাও ইনকে। চলতি বছরের মে মাসে ছেলের খোঁজ পান লি জিংঝি। এরপর গত সপ্তাহে তাদের দেখা হয়েছে। ঘটনাটি ঘটেছে চীনের শানজি প্রদেশের শি'য়ান শহরে।

লি জিংঝি বলেছেন, অপহরণের সময় আমার ছেলের কেবল দুই বছর আট মাস বয়স ছিল। তাকে আমরা শি'য়ান শহরের একটি চিড়িয়াখানায় ফিরে পেলাম। আমি তাকে জড়িয়ে ধরতেই সে তার উষ্ণ হাতটা আমার গালে রাখে। সে চোখ বন্ধ করে আমার মুখে মাথা চেপে ধরে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও