কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

'মেসি মানুষ, কিন্তু আমার বাবা ঈশ্বর'

কালের কণ্ঠ বার্সেলোনা প্রকাশিত: ০৮ আগস্ট ২০২০, ১০:৩৫

চ্যাম্পিয়ন্স লিগে নাপোলির বিরুদ্ধে বাঁচা-মরার ম্যাচের আগে লিয়োনেল মেসির উদ্দেশে বার্তা দিলেন ম্যারাডোনা। তবে এই ম্যারাডোনা দিয়েগো নন, তিনি দিয়েগোর পুত্র ম্যারাডোনা জুনিয়র। নাম দিয়েগো সিনাগ্রা। তিনি বললেন, মেসি দারুণ, তবে মানুষ। কিন্তু আমার বাবা ঈশ্বর। তাই কোনো তুলনাই হতে পারে না।

যে নাপোলিকে ম্যারাডোনাই বিখ্যাত করেছিলেন, কাকতালীয়ভাবে ইটালির সেই ক্লাবের বিরুদ্ধেই চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় দ্বিতীয় পর্বে শনিবার পরীক্ষা দিতে নামছেন মেসি। প্রথম পর্বে বার্সা তারকা নিষ্ক্রিয় ছিলেন নাপোলি ম্যানেজার জেন্নারো গাত্তুসোর রণকৌশলে। ১-১ ড্র করেছিল বার্সা। ম্যাচের চব্বিশ ঘণ্টা আগে মারাদোনা পুত্রের এই বার্তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। তিনি বলেছেন, আমার বাবার সঙ্গে কারো তুলনা হয় না। আসলে কোনো মানুষের সঙ্গে ভিনগ্রহের কারও কীভাবে আপনি তুলনা করবেন? তবে মেসির প্রশংসাও করেছেন তিনি। বলেছেন, মেসিও এক বিস্ময়। আমরা এটা বলতেই পারি যে ম্যারাডোনা হচ্ছেন ফুটবলের ঈশ্বর। আর মানবসমাজের মধ্যে শ্রেষ্ট মেসি। দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, কারও ক্ষমতা নেই, আমার বাবার উচ্চতায় পৌঁছনোর। তা অসম্ভব।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও