মস্তিষ্কে করোনা সংক্রমণ ভয়ঙ্কর

নয়া দিগন্ত প্রকাশিত: ০৮ আগস্ট ২০২০, ০৭:৫৯

করোনাভাইরাস শুধু আমাদের শ্বাসনালী ও ফুসফুসকেই আক্রমণ করে না, ভাইরাসটি শরীরের আরো কিছু অঙ্গ এবং টিস্যুকে সংক্রমিত করে। মানব মস্তিস্কে সংক্রমণ ঘটাতে পারলে তা ভয়ঙ্কর হয়। করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে মাথা ব্যথা, বিভ্রান্তি, ভ্রম বা প্রলাপের মতো মানসিক উপসর্গ প্রদর্শনের মাধ্যমেও রোগ প্রকাশ পেতে পারে। আর এ থেকেই চিকিৎকেরা ধারণা করেন, করোনাভাইরাসটি হয়তো ব্রেইনের স্নায়ু কোষকেও সংক্রমণ করে বলে জানিয়েছেন যুক্তরাজ্যের শেফিল্ড ইউনিভার্সিটির সিনিয়র রিসার্চ অ্যাসোসিয়েট ড. খোন্দকার মেহেদী আকরাম।

তিনি বলেন, মূলত শরীরের যেসব কোষে এসিই-২ রিসেপ্টর রয়েছে সে সব কোষ এবং কলা এই ভাইরাসটি দ্বারা সংক্রমিত হতে পারে। আর এ কারণেই ফুসফুস ছাড়াও ভাইরাসটির সংক্রমণ দেখা যায় রক্তনালীর অ্যান্ডোথেলিয়াম, অন্ত্রের এপিথেলিয়াম এবং কিডনিতে। ভাইরাস সংক্রমণের স্থান ভেদে কোভিড রোগের উপসর্গেও এ কারণে বেশ কিছুটা ভিন্নতা পরিলক্ষিত হয় বলে উল্লেখ করেন ড. মেহেদী আকরাম।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও