কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

নতুন শিক্ষানীতি ভবিষ্যতের প্রজাতিকে বিশ্ব নাগরিকে রূপান্তরিত করবে

ভয়েস অব আমেরিকা (আমেরিকা) দিল্লি, ভারত প্রকাশিত: ০৭ আগস্ট ২০২০, ১৮:৪০

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভারতের জাতীয় শিক্ষানীতি সংক্রান্ত একটি ভাষণে বলেন, নতুন শিক্ষানীতি যে শুধুমাত্র একটি ছাত্রকেই বদলে দেবে তা নয়, পুরো ভবিষ্যতের প্রজাতিকেই রূপান্তরিত করবে বিশ্ব নাগরিকে। সেই বিশ্বনাগরিকের অন্তরে ভারতের চিরাচরিত ঐতিহ্য ও পরম্পরা গভীরভাবে প্রোথিত। দিল্লিতে জাতীয় শিক্ষা নীতির ফলে উচ্চশিক্ষার ক্ষেত্রে আমুল পরিবর্তনের সম্ভাবনা নিয়ে একটি আলোচনা সভার উদ্বোধনী ভাষণে প্রধানমন্ত্রী বলেন, মাত্র কিছুদিন আগে আমরা নতুন জাতীয় শিক্ষা নীতি ঘোষণা করেছি। এতদিন যে প্রথায় শিক্ষাদান চলছিল তাতে ভারতীয় ছাত্রদের বিদেশে গিয়ে উচ্চশিক্ষা পেতে অনেক রকমের বাধার সম্মুখীন হতে হয়েছে। এখন আমরা সেই জন্য গত বছর চারেক ধরে অনেক ভাবনাচিন্তার পর বহু উঁচু স্তরের শিক্ষাবিদের পরামর্শ নিয়ে আলোচনা করে যে শিক্ষানীতি ঠিক করেছি, তাতে নতুন প্রজন্ম উপকৃত হবে এবং পরবর্তী প্রজন্ম দেশকে নেতৃত্ব দেওয়ার পথে এগোবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও