বাবার বাড়িতে যাওয়া হলো না হামিদার
স্বামী, শ্বাশুড়ি ও মেয়েকে সাথে নিয়ে বাবার বাড়িতে যাচ্ছিলেন হামিদা বেগম। ঈদ উপলক্ষে তাদের বেড়াতে যাওয়া। বাবার বাড়িতে যাবার পথে সিএনজিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের সাথে সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারান হামিদা। শুক্রবার দুপুরে এই ঘটনাটি ঘটে।
মুক্তাগাছা উপজেলার বাদিকলমহনা গ্রামে বাসিন্দা কৃষক হাবিবুর রহমান বিয়ে করেন নান্দাইল উপজেলার হামিদা বেগমকে (৩৫)। তাদের সংসারে ফারজানা (৫) নামে একটি কন্যা সন্তানও রয়েছে। ঈদ উপলক্ষে বাবার বাড়ি নান্দাইলে বেড়াতে যাচ্ছিলেন হামিদা। স্বামী, সন্তান ও শ্বাশুড়ি আমিরুন নেসাকেও সাথে নিয়েছিলেন। সিএনজি চালিত অটোরিকশা দিয়ে আনন্দে বাবার বাড়িতে যাচ্ছিলেন হামিদা। কিন্তু ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের ঈশ্বরগঞ্জের মাইজবাগ পাছপাড়া এলাকায় এসে দুর্ঘটনার কবলে পাড়ি হামিদাদের বহনকরা সিএনজি চালিত অটোরিকশাটি। শুক্রবার বেলা আড়াইটার দিকে সিএনজি চালিত অটোরিকশাটি রাস্তার পাশে অপেক্ষমান একটি ট্রাকের পেছন দিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয় হামিদা বেগমের। ওই সময় হাল্কা আঘাত পায় স্বামী হাবিবুর রহমান, শ্বাশুড়ি আমিরুন নেসা ও মেয়ে ফারজানা বেগম। তবে কেউ হাসপাতালে যাওয়ার মতো গুরুতর আহত হয়নি।