You have reached your daily news limit

Please log in to continue


'কাউকে বিশ্বাস কোরো না', ফেসবুক লাইভের পর আত্মঘাতী অভিনেত্রী!

সিনেমা জগতে ফের আত্মহত্যার খবর। মুম্বইতে নিজের ফ্ল্যাটে আত্মহত্যা করেছেন ভোজপুরী অভিনেত্রী অনুপমা পাঠক। সূত্রের খবর, গত ২ অগস্ট দহিসারে নিজের বাড়িতেই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন তিনি। ফেসবুকে প্রায় ১০ মিনিটের লাইভ ভিডিয়ো করেছিলেন মৃত্যুর আগে তিনি। সেখানে নিজের মনের কথা বলেছেন অনুপমা। জীবনে প্রথমবার এভাবে লাইভে এসে নিজেকে শেষ করে দেওয়ার কারণ হিসেবে সরাসরি কিছু না বললেও, জীবন সম্পর্কে তিনি কতটা বীতশ্রদ্ধ হয়ে পড়েছেন তা ফুটে উঠেছে তাঁর কথায়। জীবনে কাউকে কোনওদিন বিশ্বাস না করা এবং মৃত্যুর পর মানুষ মৃতকে নিয়ে অনেক কিছু বললেও প্রয়োজনে কাজে আসে না বলে অভিযোগ করেছেন তিনি। ওই ভিডিয়োতেই তাঁর মনের অবস্থা জানিয়েছেন অনুপমা। অনুপমার ঘর থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার করেছে পুলিশ। টাকাপয়সার টানাপড়েনের তথ্য পেয়েছেন তদন্তকারীরা। নোটে লেখা রয়েছে তাঁর আত্মহত্যার করার দুটি কারণ। তিনি লিখেছেন, 'মনীশ ঝা নামে এক ব্যক্তি আমার দু'চাকার গাড়ি নিয়েছিলেন গত মে মাসে লকডাউনের সময়। আমি তখন নিজের বাড়িতে ছিলাম। তবে যখন ফিরে আসি মনীশ সেটা ফিরিয়ে দিতে অস্বীকার করেন।' দ্বিতীয় কারণ হিসেবে অনুপমা পাঠক লিখেছেন, 'উইসডন প্রোডাকশন কোম্পানিতে আমি আমার বন্ধুর কথায় ২০১৯ সালে ১০ হাজার টাকা বিনিয়োগ করেছিলাম। সেটা ফেরত পাই নি।'
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন